muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

সমাজ : এস.এম বিল্লাল

সাহিত্য ও সংস্কৃতি ।।

সমাজ : এস.এম বিল্লাল
==================

তুমি চাইলে পাগল হব
থাকব গহিন অরণ্যে,
রাত – বিরাইতে গান শুনাব
আদর দিব গোপনে।

ভাবছ কেন ? সমাজ নিয়ে
ভাবছ কেন মিছে,
সমাজ নামের সামাজিকতা
ভরে গেছে নীল বিষে!

ধর্মান্ধদতায় ব্যস্ত সমাজ
ব্যস্ত অতিকথনে
সভ্যতা আজ বোতলবন্ধী
তুফান ‘রা তাই ধর্ষণে।

গান বাঝনাতে নিষেধ আছে
নিষেধ নাটক পাড়ায়,
তাই’ত কিশোর যাচ্ছে এখন
মাদক সেবার মেলায়।

আদিম সমাজ পড়ত পোষাক
ছিড়ে গাছের পাতা,
তখন কেন হয়নি খোলা?
ইভটিজিং বা ধর্ষণের ই খাতা।

যতই পোশাক পড় তুমি
থা’ক বোরকার আবরনে
জ্ঞানপাপীরাও সুশীল যে আজ
কালো চশমা নয়নে।

এইখানে আজ গুনীর মিছিল,
তবু তারা নিরব রয়,
মসির খোচায়, বন্ধ হোক তাই
সমাজপতির অবক্ষয়।

চল ‘না সখি অরণ্যে যাই
দেহ – মনের পসরা সাজাই,
পাথর ঘষে’ ই আগুন জ্বালাই
গড়ি আদিম সমাজ।
দুইজন মিলে করি আবার
সভ্যতার ই চাষ।।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৮-২০১৭ইং/ অর্থ

 

Tags: