muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বেনাপোলে ব্যবসায়ী মুকুলকে মিথ্যা অভিযোগের জালে ফেলে হুমকি প্রদান

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি ।।

বন্দরনগরী বেনাপোলে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে  মিথ্যা অভিযোগ এনে একটি মহল নাজমুল হক মুকুল নামে এক সিএন্ডএফ ব্যবসায়ীকে মিথ্যা অভিযোগের জালে ফেলে বিভিন্ন ভাবে হুমকি  দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।  এনিয়ে স্থানীয় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, দূর্গাপুর প্রামের কামাল উদ্দিন পিন্টুর কাছ থেকে  ৪৮ নাম্বার আর এস ৩৯৮ নং জমির ৫ শতক জমি বৈধ ভাবে  ক্রয় করেন নাজমুল হক মুকুল।  কিন্তু স্থানীয় একটি মহল সামাজিক কোন আইন না মেনে বিভিন্ন বিভ্রান্তি মুলক খবর প্রচার করে নাজমুলকে সম্মানহানীর চেষ্টা সহ হুমকি প্রদান করছে। বেনাপোল পৌর কমিশনার মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, আমরা সব রকম ভাবে খোজ নিয়ে দেখেছি মুকুল সঠিক নিয়মে জমি ক্রয় করেছে। এতে কোন রকম অনিয়ম নেই। বিষয়টি পুলিশও তদন্ত করেছেন।দুষ্টু লোকেরা তো কারোর ভালো দেখতে পারেন। এজন্য মিথ্যা অভিযোগ রটিয়ে মুকুলকে  হুমকি সহ সম্মান হানির চেষ্টা করছে।ব্যবসায়ী মুকুল জানান, তিনি নায্য মুল্য দিয়ে জমি ক্রয় করেছেন। তার জমি এখন তারা দখল না নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি এবং খোকন তার বাড়ির আঙ্গিনায় থাকা ছোট্র একটি বিছালী গাদা নিজেরা ধরিয়ে দিয়ে তাকে ফাসানোর চেষ্টা করছে। সম্প্রতি সরেজমিনে যেয়ে দেখা যায় মুকুলের ক্রয়কৃত জমির পাশের  শরীকের অংশের ধানের বিছালী গাদা ধরিয়ে দিয়ে তাকে ফাসানো সহ নানা ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে নিজেদের বিছালী গাদা ধরিয়ে দিয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করে সুপরিকল্পিত ভাবে ফাসানোর চেষ্টাকারী খোকনকে বাড়িতে পায়নি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/ ২৩-০৮-২০১৭ইং/ অর্থ

Tags: