muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ফেসবুকে সংগ্রহিত ত্রাণ পেয়ে খুশি সিরাজগঞ্জ যমুনা পাড়ের ৪শ বানভাসি

ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ।।

ফেসবুকে সংগ্রহিত অর্থায়নের ত্রাণ পেয়ে খুশি সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা পাড়ের ৪শ বানভাসি। অসহায়ত্বের কথা ফেসবুকে তুলে ধরে ২লাখ ৫৭ হাজার টাকা সংগ্রাহক ও দেশ-বিদেশের অর্থ দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহুর কাছে দোয়া করেছেন বানভাসিরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বৃষ্টি উপক্ষা করে বন্যা কবলিত প্রায় ৭টি গ্রামের মহিলা পুরুষ জড়ো হতে থাকে দ্বাদপট্টি মোড়ে। পরে আয়োজনের মুল উদ্যোক্তা সমাজকর্মী সাংবাদিক মামুন বিশ্বাসের সভাপতিত্বে ত্রাণ বিতরণ পূর্বসংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজীব। প্রধান বক্তা সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজ।

এসময় এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মোল্লা, মাই টিভির জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খান, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, করতোয়ার প্রতিনিধি নারায়ন মালাকার, এশিয়ান টিভির প্রতিনিধি রফিক মোল্লা ও এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুক্তার হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ত্রাণ হিসেবে ৭ কেজি চাল, মুড়ি, চিড়া, ডাল, সয়াবিন, চিনি, আলু, ঔষুদ বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে যমুনা নদীর পশ্চিম পাড় আড়কান্দি চরের বানভাসি মোতালেব, কুলসুম ও জমেলা খাতুন ভাল কাজের উদ্যোক্তা সাংবাদিক মামুন বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যারা ফেসবুকের মাধ্যমে টাকা দিয়ে অসহায়দেরে পাশে দাড়িয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন।

 

Tags: