muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ : ২ পুলিশ সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট ।। মিসফায়ারিংয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গুলশানে দায়িত্বরত পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর শুক্রবার বিকেলে কনস্টেবল ইমরান এবং আশরাফুলকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গুলশানের এসি (পেট্রোল) রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, ‘ঘটনাটি তাদের মিসফায়ারিংয়ের কারণে হয়েছে। প্রাথমিক তদন্তে এর পেছনে দুজনের কর্তব্যে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

বৃহস্পতিবার রাতে গুলশান ২ নম্বরে হোটেল ওয়েস্টিনের সামনে গুলিবিদ্ধ হন শাহেদুল খবির চৌধুরী। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সচিব। ঘটনার পর তাকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, এক কনস্টেবলের কাছ থেকে আরেক কনস্টেবল অস্ত্র নেওয়ার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে যায় এবং তা সচিবের পায়ে বিদ্ধ হয়। পুলিশের পিওএম বিভাগ এ ঘটনায় দায়ী পুলিশকে বরখাস্ত করার সুপারিশ করেছিল।

 

 

 

Tags: