muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

ফুলবাড়িয়ায় প্রতিরোধের ১১ বছর পূর্তি : কিশোরগঞ্জে শোক র‍্যালি ও শহীদ মিনারে পুষ্প স্থবক অর্পণ

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার ।। ২০০৬ সালের ২৬ শে আগস্ট ফুলবাড়িয়া কয়লা খনির জাতীয় সম্পদ রক্ষার দাবিতে এশিয়া এনার্জির অবৈধ চুক্তি বাতিলের দাবিতে রাজপথে নেমে আসা কিছু সাহসী সৈনিকের একাংশ তৎকালীন সরকারের নির্দেশে পুলিশের গুলিতে শহিদ হন তরিকুল, সালেকিন, আল-আমিন, বাবুল রায়, প্রদীপ, শ্রীমন বাস্কে।

এছাড়া ফুলবাড়িয়া আন্দোলনের নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এদের মামলা থেকে অব্যাহতি সহ দেশের জাতীয় সম্পদ রক্ষার্থে সরকারের কাছে জোর দাবি জানান তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

প্রতিরোধের ১১ বছর পূর্তিতে আজ ২৬শে আগস্ট সকালবেলা কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ শহীদ মিনারে জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শহীদদের স্মরনে পুষ্প স্থবক অর্পণ করেন। এর আগে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে র‍্যালি করা হয়। এতে উপস্থিত জেলা গনতন্ত্রী পার্টির সভাপতি এড. ভুপেন্দ্র ভৌমিক দোলন, সাধারন সম্পাদক গাজী এনায়েতুর রহমান সহ অন্যান্য নেত্রিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৮-২০১৭ইং/ অর্থ

Tags: