muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ঘর নির্মান করে দিব : প্রধানমন্ত্রী

এম নজরুল ইসলাম, বগুড়া থেকে ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় মানুষ ক্ষতিগ্রস্থ হলেও দেশের খাদ্য ঘাটতি হবেনা। আওয়ামীলীগ সরকারের উদ্দেশ্য হলো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।

বন্যায় যাদের ঘর বিলীন হয়েছে, তাদের প্রত্যেককে ঘর নির্মান করে দিব। টাকা চাইলে টাকা দিব। ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে আমরা সবসময় আছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

শনিবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রান ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ধানের চাঁরা বিতরনপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির আমলে সন্ত্রাস জঙ্গীবাদ ও বাংলা ভাই তৈরী হয়েছিল। বিএনপি-জামাত মানুষ পুড়িয়ে মেরেছে। ২০১৩ ও ২০১৪ সালে তান্ডব চালিয়ে সরকারি অফিস ও বিদ্যুতকেন্দ্র পুড়িয়ে দিয়েছে। পেট্রোল বোমা মেরে চলন্ত বাস-ট্রাকে আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে বিএনপি।
শেখ হাসিনা বলেন, বিএনপি মানুষ পুড়িয়ে মারা ছাড়া আর কিছুই করতে পারে না। বিএনপি আমলে খুনিদের পুরস্কিত করেছিল জিয়াউর রহমান।

প্রধানমন্ত্রী বলেন, যারা খুনিকে পুরস্কিত করতে পারে’ তারা কখনো দেশের ও মানুষের কল্যান করতে পারেনা। আমার অবাক লাগে’ কীভাবে একজন রাজনৈতিক নেতা মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে। বিএনপি মানুষ হত্যার রাজনীতি করে।
বন্যা দুর্গতদের মাঝে ত্রান ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ধানের চাঁরা বিতরনকালে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম, ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুল মান্নান এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, রেজাউল করিম তানসেন এমপি, শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, হাবিবর রহমান এমপি, এড আলতাফ আলী এমপি, বগুড়া জেলা পরিষদের সভাপতি ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারন সম্পাদক অসীম কুমার রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৮-২০১৭ইং/ অর্থ

Tags: