muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

চৌহালী উপজেলার গরু শোভা পাচ্ছে নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন হাটে

ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার গরু শোভা পাচ্ছে নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন কুরবানীর হাটে। প্রতি বছরের ন্যায় এ বছরও রোজার ঈদের পর থেকেই চৌহালীসহ সিরাজগঞ্জের প্রতিটি উপজেলায় শুরু হয় প্রাকৃতিকভাবে গরু মোটাতাজা করনের কাজ।

আর গরু ব্যাবসয়ীরা অপেক্ষায় থাকে জিলহজ্ব মাসের কুরবানীর ঈদের এই বাজারের জন্য, যাতে এই সময় সারা বছর ধরে লালন পালন করে আসা গরু বিক্রি করে কিছু আয় হবে সেই আশায়। আর এই মাসের প্রথম দিন থেকেই নারায়রনগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে এ সব গরু যায়। সিরাজগঞ্জের গরু সম্পূর্ন বিষমুক্ত হওয়ায় নারায়নগঞ্জবাসীর আস্হা অর্জন করেছেন সিরাজগঞ্জের গরু ব্যাবসায়িরা। আর এ আস্হার ভিত্তিতেই হাট কমিটির পক্ষ থেকে চৌহালী সহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার ব্যাবসয়ীদের দাদন হিসেবে টাকা দেওয়া হয় যা গরু বিক্রি করে পরিশোধ করতে হয়।

এদিকে বিভিন্ন হাটে খবর নিয়ে দেখা যায় তেমন বিক্রি নাই তবে দু চারটা যা বিক্রি হচ্ছে ভালো দাম পাচ্ছেনা বলে জানান অনেক ব্যাবসয়ীরা।

 

Tags: