muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

৩বছর থেকে হাসপাতালে : ছাতকের নজরুল এখন স্মৃতি শক্তি হারিয়ে

আরিফুর রহমান মানিক, ছাতক, সুনামগঞ্জ ।।

ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউপির নোয়াপাড়া গ্রামের নির্মাণ নজরুল ইসলাম (৪৫) ৩বছর থেকে আরব আমিরাতের নিঁেখাজ থাকার পর অবশেষে হাসপাতালে তার সন্ধান পাওয়া গেছে। ২০১৪সালের শেষ দিকে সেদেশের শারজাহ সিটির একটি বহুতল ভবন থেকে পড়ে সে গুরুতর আহত হয়। এসময় মাথা, দু’পা ও শরিরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারায়। পরে তাকে হাসপাতালে ভর্তির পর সহযোগিরা পালিয়ে যায়। মালিকের পক্ষ থেকে তার ছোট ভাই বাবুল আহমদকে জানানো হয় সে সড়ক দূঘর্টনায় আহত হয়েছে। কয়েকমাস স্বজনদের খবর জানানো হলেও এরপর থেকে নজরুলের কোন খোঁজ নেই। সম্প্রতি ওই হাসপাতালে গিয়ে নজরুলের দেখা পান আবুধাবি কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আবছার। তিনি স্ব-উদ্যোগে নজরুলের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করেন। অবশেষে তিন বছর পর দেশে থাকা নজরুলের পরিবারকে তিনি দিতে পেরেছেন তার খোঁজ। তার কাছ থেকে বাংলাদেশি ওই শ্রমিকের অমানবিক অবস্থার কথা জেনে আবুধাবি বাংলাদেশ লেবার দূতাবাসের কর্মকর্তারাও গিয়ে হাসপাতালে থাকা নজরুলকে দেখে এসেছেন। ২০০৯সালে দুবাই চলে যায়। সে চার সন্তানের জনক বলে জানা গেছে। বাবুল আহমদ জানান, নুরুল আবছার দেশে এসেছেন। তার সঙ্গে দেখা করতে তিনি বর্তমানে ঢাকায় আছেন। দেখা হলে নুরুল আবছারকে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবেন বলে জানান তিনি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৮-২০১৭ইং/ অর্থ

Tags: