muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গাইবান্ধায় বন্যার্ত শিক্ষার্থীদের সুবিধা প্রদানের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ’ শিক্ষার্থীদের বেতন মওকুফ, বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ, জেএসসি, এসএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ফরম ফিলাপের ফি ফ্রি, জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও গাইবান্ধা সরকারি কলেজ মাঠের জলাবদ্ধতার সমস্যা দ্রুত নিরসন করার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
গত ৩০ আগস্ট বুধবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে ১নং রেলগেটে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ,সাধারণ সম্পাদক আসমানী আক্তার আশা, সাবেক সাধারণ সম্পাদক রানু সরকার,জেলা সংসদের দপ্তর সম্পাদক ওয়ারেস সরকার,ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম রবি,জেলা নেতা,ছাত্র ইউনিয়ন খোলাহাটি আঞ্চলিক কমিটির আহবায়ক জাকির হোসেন জাকির হোসেন , দারিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসানুজ্জামন প্রমূখ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রতভা সরকার ববি, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মিঠুন রায়।
সমাবেশে বক্তারা, গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় বাঁধ ধ্বসের ফলে সম্প্রতি যে ভয়াবহ বন্যা হয় তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল- ঘরবাড়ির পাশাপাশি জেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার শিক্ষার্থীরা অর্থ সংকটে পড়ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করতে ছাত্র ইউনিয়নের সকল দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

Tags: