muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নীলফামারী ডিমলায় সড়ক সংস্কার কাজে বিলম্ব : এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারী জেলার ডিমলা উপজেলার অতিপ্রয়োজনীয় ডিমলা হতে রংপুর এবং ডিমলা হতে ডোমার যাওয়ার সড়ক সংস্কার করা। তবে দীর্ঘ দিনেও তা করা হয়নি। এসব গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। অত্র উপজেলা বাসীর বুক ভরা আশা ছিল সড়ক ও সেতু মন্ত্রী ডিমলা উপজেলা পরিদর্শন করেছেন অব্যশই এখানকার ভাঙ্গা রাস্তা-খাট মেরামত অব্যশই হবে। তিনি বলেছেন জুন মাসে রাস্তার কাজ করা হবে। অত্র সেপ্টেম্বর মাস চলছে কোন ফলাফল নাই। ডোমার উপজেলা ও জলঢাকা উপজেলা সংযোগ সড়ক দুটি খুবেই প্রয়োজন ডিমলাবাসীর । জেলা এবং বিভাগের সাথে যোগযোগ ও গুরুত্বপূর্ণ রোগীকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়ার ক্ষেত্রে জরুরী দরকার হলে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রসূতি রোগী নেওয়ার কোন উপায় নেই। এমনকি রাস্তার রোগীর মৃত্যু ঘটতে পারে। ডিমলা হতে জলঢাকা সড়ক সবসময় ডিমলা বাসীর প্রয়োজন। কিন্তু আজ পর্যন্ত তা মেরামত করা হয়নি। এ বিষয়ে এলাকার অভিজ্ঞজনেরা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামরা করেছেন।

Tags: