muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সাংবাদিকদের ৫৭ ধারা নিয়ে ভয় পাবার কারণ নাই, এই সমস্যার সমাধান করা হবে : আইনমন্ত্রী

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেছেন ৫৭ ধারা নিয়ে সাংবাদিকেরা ভয় পাবেন না। শিগ্রই এ সমস্যার সমাধান হবে। তারপর তিনি রোহিঙ্গাদের ব্যাপারে বলেন, বাংলাদেশ একটা ছোট্ট দেশ। এত রোহিঙ্গার চাপ বাংলাদেশ নিতে পারে না। আমরা কিছু সময় পর্যন্ত তাদেরকে সহযোগিতা- সাহায্য করতে পারবো। কিন্তু তাদেরকে সারাজীবনের জন্য রেখে দিতে পারবো না। আজ শুক্রবার দুপুরে আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের  ধলেশ্বর গ্রামে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এই সময় তিনি বলেন আমরা বার-বার বলছি রোহিঙ্গাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। তাদেরকে তাদের ভিটে মাটিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে।
সংবর্ধনা প্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন আমরা যদি শিক্ষিত না হই তাহলে প্রতিযোগিতার আমরা পিছিয়ে যাবো। তিনি বলেন মানুষ চাঁদে গেছে, অনেক দুর এগিয়ে গেছে শিক্ষার জন্য।পরে মন্ত্রী পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন | রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকসির এম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোঃ শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন প্রমুখ।

Tags: