muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় উদ্বোধন করেন সাব-সেক্টর কমান্ডার

মোঃ ছিদ্দিক মিয়া কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার পূর্ব পারুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত মুক্তিযোদ্ধা সমাবেশে বঙ্গবন্ধু হত্যা মামালার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজি মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৮নং সেক্টরের যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার (আলফা কোম্পানী) মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদীর গামা।

সমাবেশে অন্যদের মাঝে মুক্তিযোদ্ধা জহির উদ্দিন বিচ্ছু জালাল, উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী, ক্যাপ্টেন (অব.) আবদুলকুদ্দুছ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান খাঁন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন কমান্ডার আবু আসাদ আকন্দ, সহশ্রাম ধূলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন, পাকুন্দিয়া থানার ওসি মো. জাকির রব্বানী, মহিউদ্দিন কাঞ্চনসহ জেলা ও কটিয়াদী উপজেলার বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনায় করেন সরকার শফি উল্লাহ দিদার।এর আগে প্রধান অতিথি নবনির্মিত ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় উদ্বোধন করেন।

 

Tags: