muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

প্রশিক্ষণ পাবেন ২১৭৪৪০ দুস্থ নারী

ডেস্ক রিপোর্ট ।। গ্রামীণ দুস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানে ২৫০ কোটি ৫৬ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পে মোট ২ লাখ ১৭ হাজার ৪৪০ জন দুস্থ নারী প্রশিক্ষণ পাবেন। ইনকাম জেনারেটিং একটিভিটিস (আইজিএ) ট্রেনিং অব ওমেন অ্যাট উপজেলা লেভেল শীর্ষক এ প্রকল্প গত জানুয়ারি থেকে শুরু হয়েছে। দেশের ৪২৬টি উপজেলায়, আটটি বিভাগীয় শহর ও ৬৪টি জেলা শহরে এ প্রকল্পের কাজ চলছে। শেষ হবে ২০১৯ সালের ডিসেম্বরে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল্লাহের এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই তথ্য জানান।

চুমকি বলেন, প্রকল্পের মাধ্যমে দরিদ্র নারীদের স্থানীয় চাহিদার ভিত্তিতে দুটি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রকল্পে মোট ২ লাখ ১৭ হাজার ৪৪০ জন নারী প্রশিক্ষণ পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, এছাড়া মহিলাবিষয়ক অধিদফতরের অধীনে রাজস্ব ও উন্নয়ন খাতের আওতায় সারাদেশে বিভিন্ন কর্মসূচি যথারীতি পরিচালিত হচ্ছে।

Tags: