muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ইয়াবা’সহ ০১ জনকে আটক করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প

ডেস্ক রিপোর্ট ।। বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার নিমিত্তে মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ কটিয়াদী থানাধীন বাগপাড়া মোড় নামক এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক-দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখ ১৩৩০ ঘটিকায় কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন এর নেতৃত্বে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আরমান শাহ (২৫), পিতা-মৃত মান্নান শাহ, সাং-ধলদিয়া শিবনগর, থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার পূর্বক তার দেহতল্লাশী করে ৬১৫ (ছয়শত পনের) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ৭০০/-(সাত শত) টাকা ও ০১(এক) টি মোবাইল সেট উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১,৮৪,৫০০/- (এক লক্ষ চুরাশি হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারা মোতাবেক কিশোরগঞ্জের কটিয়াদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১-০৯-২০১৭ইং/ অর্থ

Tags: