muktijoddhar kantho logo l o a d i n g

Uncategorized

বাপা ও পরমের উদ্যোগে কিশোরগঞ্জ শহরের সকল জলাধার রক্ষায় পথসভা ও মানববন্ধন

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) এর উদ্যোগে কিশোরগঞ্জ শহরের সকল জলাধার রক্ষায় পথসভা ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

শুক্রবার দুপুরে জাহাঙ্গীরের মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন পরমের সভাপতি ও বাপার সহ সভাপতি অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপার কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী। বক্তব্য রাখেন সহসভাপতি ডা.দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহিদুল ইসলাম ভুইয়া,বিশিষ্ঠ ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান,অধ্যাপক সেলিম, প্রভাষক করিম, প্রভাষক সোহাগ,প্রভাষক ইকরামুল হক,মৎস কর্মকর্তা আব্দুল ওয়াহাব, দৈনিক আমার বাংলাদেশের সম্পাদক সুলতান রায়হান ভুইয়া রিপন, বাপার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন উপকমিটির আহবায়ক সাংবাদিক আমিন সাদী, নিউ নেশন এর সিনিয়র রিপোর্টার আলম সাওেরায়ার টিটু, সাংবাদিক বিজয় সাহা খোকা, সাংবাদিক রোমান, কৃষক নেতা আলমগীর, ব্যবসায়ী ওয়াহাব, প্রধান শিক্ষক বাবু নয়ন কুমার, কবি বাধঁন রায়, মো.ফরিদ মিয়া সহ সমাজের আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সকল বক্তাই পরিবেশ সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে সঞ্চালনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২২-০৯-২০১৭ইং/ অর্থ

Tags: