muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান হিউম্যান রাইটসের

আন্তর্জাতিক রিপোর্ট ।। নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ‘মানবতাবিরোধী অপরাধ’ চালিয়ে যাচ্ছে । সংস্থাটি এ কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের ওপর অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

এইচআরডব্লিউ’র আইন ও নীতি নির্ধারণ বিষয় পরিচালক জেমস রোজ এক বিবৃতিতে বলেছেন, বার্মার সেনাবাহিনী নিষ্ঠুরভাবে রাখাইন রাজ্যের উত্তরাংশ থেকে রোহিঙ্গাদের বিতাড়ন করছে। গ্রামবাসীদের ওপর গণহত্যা ও ব্যাপক অগ্নিসংযোগের মাধ্যমে লোকদের বাস্তুচ্যুত করা মানবতার বিরুদ্ধে অপরাধ।

সংস্থাটি জানিয়েছে, স্যাটেলাইট থেকে পাওয়া ছবির সাহায্যে তাদের পরিচালিত গবেষণায় বিতাড়ন ও বলপ্রয়োগে বিশাল জনগোষ্ঠীকে স্থানান্তর, হত্যা ও হত্যাচেষ্টা, ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়ন এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের দেওয়া সংজ্ঞা অনুযায়ী,  হত্যা, নির্যাতন, ধর্ষণ ও বিতাড়ণ যখন ব্যাপকভাবে সংঘটিত হয় কিংবা জনগণের ওপর সরাসরি সজ্ঞানে পদ্ধতিগতভাবে হামলা চালানো হয়, তখন একে মানবতার বিরুদ্ধে অপরাধ বলা হয়।

Tags: