muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ভুটানকে হারিয়ে শিরোপা জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট ।। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে হারিয়ে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

আজ বিকেলে শুরু হওয়া ম্যাচে জাফর ইকবালের জোড়া গোলে ভুটানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশি যুবারা। আসরের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ভারতের জয় কিংবা ড্র এখন বাংলাদেশকে শিরোপা এনে দিতে পারে।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়লেও প্রথমার্ধে গোলশূন্য ছিল তারা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠা নামা স্ট্রাইকার জাফর ইকবাল ব্যবধান গড়ে দেন। তার দুর্দান্ত সাফল্যে ম্যাচের ৮১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৮৪ মিনিটেই নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জাফর ইকবাল। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় এ ব্যবধানেই জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জোড়া গোলের চমক এর আগেও দেখিয়েছিলেন জাফর। ভারতের বিপক্ষে প্রথম জয়ের ম্যাচেও দুটি গোল করেছিলেন তিনি। এ ছাড়া মালদ্বীপের বিপক্ষে একটি গোল করেছিলেন।

তবে স্বাগতিক ভুটানকে হারালেও শিরোপা জিততে এবার নেপাল ও ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। সেই ম্যাচে ভারত ড্র করলে অথবা জয় পেলেই চ্যাম্পিয়নের মুকুট পড়বে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে বাংলাদেশি যুবরা। ভারত ড্র করলে পয়েন্টে এগিয়ে শিরোপা বাংলাদেশের। আর ভারত জিতলেও ম্যাচের ফলাফলে এগিয়ে শিরোপা জিতবে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ। এরপর মালদ্বীপকে ২-০ গোলে উড়িয়ে দেয় তারা। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে হারে বাংলাদেশ। তবে আজ শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয় পাওয়ায় শিরোপার স্বপ্নটা রঙিন হয়ে উঠল লাল-সবুজের জার্সিধারীদের।

Tags: