muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

আমরা গণতান্ত্রিক সরকার চাই, নিরপেক্ষ নির্বাচন চাই : মির্জা ফখরুল

রাজনৈতিক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতান্ত্রিক সরকার চাই, নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য কাজও করছি।

স্বৈরাচারী সরকারের গত ৮ বছরের নির্যাতনের কারণে আমরা বহু ত্যাগ শিকার করেছি। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে এখনো সরে যাইনি।

আজ শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশে তো গণতান্ত্রিক সরকার নেই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে এমন সমস্যা হতো না। একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে রোহিঙ্গাদের নিয়ে সমস্যাটি থাকতো না।

জাতিসংঘ মহাসচিবের উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জাতিসংঘ মহাসচিব বলেছেন অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপর কোনদিকে কোন মোড় নিবে আমরা সহজে বলতে পারি না।

সভায় জোট নেতাদের মধ্যে খন্দকার গোলাম মূর্তজা, ফরিদুজ্জামান ফরহাদ, আজহারুল ইসলাম, খন্দকার লুৎফর রহমান, শেখ জুলিকার বুলবুল চৌধুরী, সাঈদ আহমেদ, সাইফুদ্দিন মনি, সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০সেপ্টেম্বর২০১৭ইং/নোমান

Tags: