muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জন

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিসর্জনে বিদায় নিলেন মা দুর্গা। পাঁচদিনের উৎসব শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব শেষ হয়।

আজ বিকেল সাড়ে ৪টায় শহরের চৌরাস্তা থেকে শুভ বিজয়া দশমী র্যালী বের করা হয়। র্যালীর উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ও তার সহধর্মিনী সারিতা মিল্লাত।

এসময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দকিা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু ও উদযাপন পরিষদের নেতা এ্যাড. বিমর কুমার দাসসহ সনাতনধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। বৃষ্টির মধ্যে ঢাক-ঢোল ও নেচে গেছে শহরের র্যালী শেষে যমুনা নদীতে একের পর এক প্রতিমা বিসর্জন দেয়া হয়।

এ সময় যমুনা ঘাটে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা ভীড় জমায়। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত র্যাব-পুলিশ মোতায়েন করা হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০সেপ্টেম্বর২০১৭ইং/নোমান

Tags: