muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

দিনমজুর কৃষকের বাড়ী দখল হওয়ায় গাছতলায় বসবাস : গাবতলীতে বসতবাড়ী ভাংচুর

আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী নশিপুরের কদমতলীতে জমিজমা বিরোধের জের ধরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দরিদ্র দিনমজুর কৃষক সাহেব আলীর বাড়ীঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর’সহ জোরপূর্বক জমি দখলের চেষ্টা ঘটনায় বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি পিবিআই কে তদন্তের করার দায়িত্ব দিয়েছেন।
মামলা ও এলাকাবাসী সূত্র জানায়, নশিপুর ইউনিয়নের কদমতলী পূর্বপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র সাহেব আলীর সঙ্গে শামছুল আলমের দীর্ঘদিন যাবত জমিজমা বিরোধ চলে আসছিল। এ জমিজমা নিয়ে বগুড়ার আদালতে এখনো মামলা বিচারাধীন রয়েছে। এরপর হটাৎ জমিজমা বিরোধের জেরধরে গতশুক্রবার শামছুল আলম, তার পুত্র আবু সাঈদ ও মিন্টু’সহ ৩০থেকে ৪০জন অজ্ঞাত ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অসহায় দিনমজুর কৃষক সাহেব আলীর বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নগদ ৩০হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এ সময় সাহেব আলী পরিবারের লোকজন বাঁধাদিলে প্রতিপক্ষরা তাদেরকে এলোপাথারী ভাবে মারপিট করে। এ ঘটনায় দিনমজুর সাহেব আলী বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলা নং ২৯৯ সি ১৭ (গাব)। বিজ্ঞ আদালত মামলাটি বগুড়া পিবিআই কে তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন সাহেব আলীর আইনজীবি এড্যাভোকেট শ্রীঃ চন্দন। মামলা দায়ের করার পরেও প্রতিপক্ষরা স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে দিনমজুর সাহেব আলীব অনুউপস্থিতিতে তাঁর বসতবাড়ীর জায়গা মাপযোগ করে প্রতিপক্ষরা জোরপূর্বক অবৈধভাবে দখল করে নিয়েছে বলে সাহেব আলী জানান। তিনি অভিযোগ করে বলেন, আমি নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেছি। মামলা দায়ের বিষয়টি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও তাঁরা কোন কর্নপাত না করে বরং তার দখলীয় বসতবাড়ীর জায়গা প্রতিপক্ষরা জোরপূর্বক দখল করে বাঁশের বেড়া দিয়ে রেখেছে। অবশেষে সাহেব আলী বাড়ীঘর ছেড়ে পরিবার পরিজন নিয়ে কখনো গাছতলায় আবার কখনো অন্যার বাড়ীতে আশ্রয় নিচ্ছেন।

 

Tags: