muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

শরতের আগমনী বার্তা বয়ে আনে কাশফুল

মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী প্রতিনিধিঃ নীলাআকাশে শুভ্র সাদা-মেঘ ভেসে বেড়ায় শরতের আগমনী ঋতু রেখায়। তেমনি ধরিত্রীর বুকে তিস্তার ধবল সোনালী বালুচরে চিকচিক করে বিন্দু বিন্দু বালু কণা। মনে হয় সূর্যালোর আলোয় উজ্জল কাশবনের অদূরে পরে থাকা বালু কণা চিক-মিক করে রোদের আলোয়। এমন বৈচিত্রময় ঋতুতে ফোটে কাশফুল। কাশফুল মূলত শরতকালে বিলের ধারে অযত্নে ফুটে ওঠে নিজস্ব সৌন্দর্যে। এই ফুল সাদা পাপরিযুক্ত নরম। এই ফুল তেমন কোন উপকারে না আসলেও কাশ দিয়ে তৈরি করা যায় গ্রাম অঞ্চলের মাটির ঘরের খরের চাটি। যা বেশ মজবুত ও টেকশই। শরতকালে কাশফুল ফুটতে দেখা যায় গ্রাম অঞ্চলের সর্বত্র। তবে নীলফামারীর ডিমলা ও জলঢাকার তিস্তার চর অঞ্চলে এই ফুল ফুটতে দেখা যায়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-১০-২০১৭ইং/ অর্থ

Tags: