muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলায় ৭ জনের জামিন বাতিল

ডেস্ক রিপোর্ট ।। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় ৫৭ ধারায় দায়ের করা মামলায় ময়মনসিংহের সাতজনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এই সাতজন হলেন-ময়মনসিংহের ত্রিশালের নারায়নপুর গ্রামের মো.  ইমরান, মো. আসাদুল হক, আনিছুর রহমান ভুট্টু, মোফাজ্জাল হোসাইন, মো. খাদেমুল ইসলাম, মো. শাহজাহান ও মো. জিল্লুর রহমান।

রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৯ মে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ত্রিশাল থানায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এই মামলায় গত ১৮ জুলাই বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃ্ত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সাতজনকে আগাম জামিন দেন।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ উপরোক্ত আদেশ দেন। মামলার অপর আসামি ওয়াসেল আহমেদ কারাগারে আছেন।

Tags: