muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

“মুক্ত চিন্তা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে শিক্ষার্থীদের নেতৃত্বের বিকল্প নেই”

আর আই সবুজ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের পরিচালনায় ৯৩৩ তম এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডারশীপ প্রশিক্ষণের সমাপনীতে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে মুক্ত চিন্তা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উদাত্ত আহবান জানান। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে ১৬জন মেয়ে এবং ১৬ জন ছেলে অংগ্রহণ করে। ৪ দিন ব্যাপি পরিচালিত প্রশিক্ষণে তরুণদের নেতৃত্ব বিকাশে স্থানীয় উদ্যোগ গ্রহণ এবং সক্রিয় নাগরিকত্বের ভুমিকায় কাজ করে যাওয়ার মানসিকতা পরিবর্তনে সৃজনশীল উদ্যোগ গ্রহণ করা হয়। প্রশিক্ষণের সমাপণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, অন্যান্য অতিথির মধ্যে দি হাঙ্গার প্রজেক্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী শশাংক বরণ রায়, মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কবিতা পরিষদের সভাপতি আক্কাস আলী, নওগাঁ জেলা পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক ও মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রায়হান আলী, প্রভাষক সামসুজ্জামান, আব্দুর রহমান এবং দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীনপ্রমূখ।

প্রশিক্ষণে মহাদেবপুর উপজেলাকে কন্যাশিশুর জন্য নিরাপদ এলাকা করে গড়ে তুলতে “নিরাপদ কন্যাশিশু” এবং মাতাজিহাট ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুরষ্কার পরিচ্ছন্ন করে রাখতে “নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ” নামে দুটি সামাজিক উদ্যোগ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ৪ দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন ইয়ূথ এন্ডিং হাঙ্গারের সহায়ক কাওছার বিল্লাহ, মোস্তাফিজুর রহমান সজল, সাবরিন সুলতানা দোলন এবং মাসুদ রানা।

Tags: