muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : এমপি মানিক

আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) ।। পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেনূ যুবসম্প্রদায়কে সঠিক নেতৃত্বদানের মধ্যে দিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। জনকল্যান যুব সংঘ চড়বাড়ুকার উদ্দোগে শনিবার ছাতকের চরমহল্লা ইউনিয়নের চড়বাড়ুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেয়া এক গণ সংবর্ধনায় এমপি আরো বলেন সামাজিক অপরাধের বিরুদ্ধে তরুণ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ যৌবনদীপ্ত তরুণ সমাজ হচ্ছে তারুণ্যের অহংকার। তারা যদি এগিয়ে না আসে তাহলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অথনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হলে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে হবে।
জনকল্যান যুবসংঘের সাধারণ সম্পাদক মিলন আহমদ ও সাংগঠনিক সম্পাদক লায়েক আহমেদের যৌথ পরিচালনায় গণ সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আব্দুর রব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের আহবায়ক ছানাউর রহমান, যুগ্ম আহবায়ক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সৈয়দ আহমদ, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমীন, আফজাল হোসেন, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হুসেনূ খুরমা উত্তর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া,আওয়ামীলীগ নেতা সিরাজুল হক।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সাধারণ সম্পাদক আব্দুস শহীদূ সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনুূ যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুলূ আব্দুল আলীমূ সাংগঠনিক সম্পাদক ময়নুল হকূ রাসেল হোসাইনূ সানোয়ার আহমদূ গ্রন্থনাও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমানূ দোয়ারাবাজার উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়াূ ইউনিয়ন আলীগের সভাপতি মতিউর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন, সায়েস্তা তালুকদার রবি, হাবিবুর রহমান বাবলু, মাহবুব আলম, তাজুদ আহমদ, আবদাল মিয়া, আবু তাহের প্রমুখ।

Tags: