muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৭।
গত ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে ও ন্যাশনাল চিলড্রন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর সহযোগিতায় “শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্বদ্বার” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সম্মানিত জেলা  প্রশাসক জনাব গৌতম চন্দ্র পাল।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক  প্রমতোষ সাহা, এনসিটিএফ এর সভাপতি জান্নাতুল মাওয়া সোমা ও সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
এসময় একজন অভিভাবক ও শিশু তাদের বিভিন্ন সমস্যা ও দিকনির্দেশনা মূলক কথা বলেন শিশুদের উদ্দেশ্যে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার।
গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রতিযোগিতার মধ্যে ছিল প্রাক প্রাথমিক, সুবিধা বঞ্চিত, বিশেষ চাহিদা সম্পন্ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতা।
পরে গাইবান্ধা শিশু একাডেমির শিশুদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি, শিশু ও অভিভাকরা।

Tags: