muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শেখ হাসিনা সরকারের ১০টি অর্জনের একটি’ ঘরে ঘরে বিদ্যুৎ : এমপি তানসেন

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও ১৪ দলের নেতা রেজাউল করিম তানসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন ১৪ দলের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটে।
রেজাউল করিম তানসেন এমপি আরও বলেন, ১৪ দলের সরকারের অঙ্গিকার ঘরে ঘরে বিদ্যুৎ কার্যক্রম ২০১৮ সালের মধ্যেই শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। আর্থসামাজিক উন্নয়নের মুল চালিকা শক্তি বিদ্যুৎ। শেখ হাসিনা সরকারের ১০টি অর্জনের একটি’ ঘরে ঘরে বিদ্যুৎ। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আবারও ১৪দলের সরকারকে নির্বাচিত করার জন্য উপস্থিত জনতাকে আহবান জানান এমপি তানসেন।
বুধবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়ইচড়া ও চন্ডিপুর গ্রামের ১৭২ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রামবাসী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জাসদ নেতা অনীল চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের এজিএম রেজাউল করিম, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, থানার ওসি আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক মাহফুজার রহমান, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ।
এতে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নাজির হোসেন, আব্দুল বারীক, নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, সোলাইমান আলী, শাজাহান আলী, সাবেক ইউপি সদস্য মোখলেছার রহমান, আওয়ামীলীগ নেতা কোরবান আলী, ডা: গোলাম মোস্তফা, রেজাউল করিম, পল্লী বিদ্যুতের ইন্সপেক্টর আব্দুস সাত্তার, জুনিয়র ইঞ্জিনিয়ার ওলি উল্লাহ, থানার এসআই ইনামুল কবির, আকবর আলী, আনিছুর রহমান, নুর ইসলাম, জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, জুলফিকার আলী ভূট্রো, সমাজ সেবক বাদশা মিয়া, আল আমিন, সারোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান আলী প্রমূখ।
বিদ্যুতায়নের উদ্বোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম হামলায় নিহত শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

Tags: