muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

এমন কেন হলো : মাফতুন আলম

সাহিত্য ও সংস্কৃতি ।।

এমন কেন হলো : মাফতুন আলম

এমন কেন হলো!
চারিপাশের মানুষগুলি দ্রুত বদলে গেল!

বদলে গেল জীবন যাপন
ছিল যাঁরা অতি আপন
ব্যস্ত তাঁরা নিজের জন্য এখন!

এটা চাই সেটা চাই- চাওয়ার নেই যে শেষ
জানজটে নাস্তানাবুদ- ভেজাল খেয়ে বেশ
কাটছে নাতো শব্দ দূষণ- বায়ু দূষণের রেশ
এমনি করেই বছরের পর বছর হচ্ছে- শেষ!

উন্নয়নে ভাসছে দেশ- ভাবতে লাগছে বেশ
শিশার প্রভাবে এখন- এক নাম্বারে দেশ
শিশুদেরও দিচ্ছি ঠেলে- নিষ্ঠুরতার শেষ
শ্বাস কষ্টে ভুগছে তারা- রোগের নেইকো শেষ!

ধন সম্পদ সবই হবে- সন্তানের ভবিষ্যৎ কী
হার্ট লিভার লাং গেলে– করবটা আমি কী
সন্তানের এমন বেহাল দশা–কেমনে করি কী!

এমন কেন হলো!
মূল্যবোধের অবক্ষয়ে ধ্বংস নেমে এলো!!

Tags: