muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া, বিভিন্ন মহলের শোক

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের মৃত্যুতে নিজ জেলা কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।

সোমবার সকালে শীলা ইসলামের মৃত্যুর খবর জানাজানি হলে কিশোরগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শীলা ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কাজী শাহীন খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন,কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি রেজাউল হাবীব রেজা, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী,ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান,কিশোরগঞ্জ যোদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খায়রুল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজের আহবায়ক মো. এমরান আলী ভুঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম মারা যান। শীলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। সৈয়দ আশরাফ-শীলা দম্পতির রীমা ইসলাম (২৫) নামে একটি মেয়ে সন্তান রয়েছে ।

 

 

Tags: