muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে মেঘনা নদীতে অবৈধ খেউয়ের বিরুদ্ধে অভিযান

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে দিনব্যাপী খেউয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ২৩ অষ্টোবর সোমবার ভৈরবে জেলেদের অভিযোগের ভিত্তেতে উপজেলা নিবার্হী অফিসার দিলরুবা আহমেদ এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযানে দিনব্যাপী মেঘনা নদীতে খেউ আপসারণ ও বাঁশ জব্দ করা হয়।

সাধারন জেলেদের অভিযোগ, কিছু প্রভাবশালীদের কারনে নদীতে মাছ ধরতে পারেন না। নদীতে বাঁশ ও ডালপালা ফেলে কচুরিপানা আটকিয়ে নদীতে প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। তা যদি চলতেই থাকে তাহলে পলি জমে প্রতিনিয়তই নাব্যতা হারাবে নদী মেঘনা। জেলেরা আরো বলেন, খেউ এর জন্য জাল টানতে পারি না এমনকি মাছ মারতে গেলে খেউ মালিকরা বাধা দেয়।

জেলেদের মাছ ধরতে অসুবিধা হয় এই অভিযোগের ভিত্তিতে আজ সারাদিন এই অভিযান চলে এই সময় নদীতে থাকা ৩টি খেউয়ে বাঁশ জব্দ করে। এই ধরণের অপরাধরোধে প্রশাসন, মৎস্য দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ প্রয়োজন।

 

Tags: