muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডিমলায় তিস্তা অববাহিকায় জলবায়ু পরিবর্তনে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী প্রতিনিধি ।। জলবায়ু পরিবর্তনকে প্রাথমিকভাবে একটি বিশ্বব্যপী বিষয় হিসেবে বিবেচনা করা হয়, যা মোকাবেলা করার জন্য বিশ্বব্যাপী সমন্বিত উদ্যেগের কথা বলা হয়। জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব ও স্থানীয় পরিস্থিতি সম্পর্কিত জ্ঞানের ব্যবহার এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের উপলদ্ধি ও সামর্থকে কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের তীব্রতা মোকাবেলা করার লক্ষে (২৯ অক্টোবর) দিনব্যাপী নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিস (বিসিএএস) এর আয়োজনে ১দিন ব্যাপী কর্মশালা অনুুষ্ঠিত হয়। তিস্তা অববাহিকার জলবায়ু পরিবর্তনে অভিযোজন অগ্রাধিকারকরণে স্থানীয় পর্যায়ে এ কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র রিসার্স ফেলো ড. মহিউদ্দিন আলমগীর, ড.আবু ছৈয়দ, ড. তানবীর হাসান, সিনিয়র রিসার্স অফিসার মামনুন, জ্জান্নাতুল ফেরদৌস, ভারতের নেপাল থেকে আগত নভোদীতা সিংসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি বৃন্দ, শিক্ষক বৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও সুধীজন।

Tags: