muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কাল বুধবার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ।। পহেলা নভেম্বর (বুধবার) থেকে দেশব্যাপী জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণের জন্য লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন উপজেলা শিক্ষা অফিস। এতে রায়পুরে ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ৬০ জন পরীক্ষার্থী (জেএসসিতে ছাত্র ১৫৪২ ও ছাত্রী ২২৮০ জন এবং জেডিসিতে ৬৫৩ জন ছাত্র ও ৫৮৫ জন ছাত্রী) ২টি কেন্দ্রে পরীক্ষা দিবে।

জেএসসি কেন্দ্র গুলো হলো, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মার্চ্চেন্টস্ একাডেমি ও হায়দরগঞ্জ রছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, জেডিসি কেন্দ্র রায়পুর কামিল মাদ্্রাসা ও হায়দরগঞ্জ টিআরএম কামিল মাদ্্রাসা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন বলেন, রায়পুরে জেএসসি ও জেডিসি উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি শান্তিপূর্ণভাবে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পূর্ণ হবে। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন সার্বিক সহযোগীতায় পরীক্ষা কার্যক্রম চলবে।

Tags: