muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আখাউড়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনেই ৬৭ জন অনুপস্থিত

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮ম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনেই  ৬৭ জন ছাত্রছাত্রী অনুপস্থিত রয়েছে। এরমধ্যে ছাত্র হলো২৭ ও ছাত্রী ৪০জন।

আজ বুধবার উপজেলার ৫টি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। এই বছর আখাউড়ায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৩৬১ জন জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী। এর মধ্যে জেএসসি ২৯৩৬ জন এবং জেডিসি ৩২৫জন জন পরীক্ষার্থী। এই বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা অনেকাংশে বেশি। উপজেলার ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আখাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ কফিল উদ্দিন মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, অনুপস্থিত ছাত্রছাত্রীদের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে খোঁজ-খবর নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Tags: