muktijoddhar kantho logo l o a d i n g

অপরাধ

মাদক ব্যবসার প্রতিবাদ করায় রাজশাহীতে ট্রেনের নিচে ফেলে নারীকে হত্যা

পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। রাজশাহী নগরীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় নারীকে ট্রেনের নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম মাবিয়া খাতুন (৫৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার নগরীর দাশপুকুর এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তবে ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে মাবিয়া পুলিশকে তথ্য দিয়েছিল বলে ধারণা করে ক্ষিপ্ত হয় তার পরিবারের লোকজন। এরপর শুক্রবার বিকেলে মাবিয়ার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় দাশপুকুর এলাকার জরিনা, নাজমা, বর্না ও রহিমা বেগম নামের তিন নারী।

এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন রাজশাহী স্টেশনের দিকে আসছিল। বিকেল সোয়া তিনটার দিকে ওই ট্রেনের নিচে পড়ে মারা যান মাবিয়া।

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, মাবিয়াকে ট্রেনের নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, নাকি ট্রেন আসার বিষয়টি তিনি খেয়াল না করে লািইনের ওপর দাঁড়িয়ে ছিলেন, সেটি এখনো পরিস্কার নয়। তবে ঘটনার পরে ওই চার
নারী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tags: