muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

শুভাশিসকে নিয়ে আর বাড়াবাড়ি না করার অনুরোধ মাশরাফির

স্পোর্টস রিপোর্ট ।। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ ছিল রংপুর রাইডার্সের। ম্যাচের শেষ মুহূর্তে মাশরাফির সঙ্গে শুভাশিসের কথা কাটাকাটির এক পর্যায়ে শুভাশিসের তেড়ে যাওয়ার মধ্য দিয়ে এক অনাকাংখিত ঘটনার জন্ম নেয়। বিষয়টার সূত্রপাত হয়েছিল মূলতঃ মাশরাফির পক্ষ থেকেই। কিন্তু ওই ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা। সবাই যেন ‘শুভাশিসকে পেলে ছিঁড়ে ফেলবে’- এমন অবস্থা। তুমুল আলোচনা আর সমালোচনার মাধ্যমে শুভাশিসের ওপর ক্ষোভ ঝাড়ছে ক্রিকেটপ্রেমী এবং মাশরাফি ভক্তরা।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই মাশরাফি ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং স্যরি বলে ঘটনার ইতি টানতে চেয়েছেন। কিন্তু মাশরাফির ওই ‘স্যরি’ বলাতেই থেমে থাকছে না বিষয়টা। সারা দেশের মানুষই মুহূর্তের মধ্যে ভিলেন বানিয়ে ছাড়ছে জাতীয় দলের পেসার শুভাশিস রায়কে। এমনই এক পরিস্থিতিতে মাশরাফি দাঁড়ালেন শুভাশিসের পাশেই।

আজ রাতেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তা পোস্ট করেছেন মাশরাফি। সেখানে তিনি আবারও মাঠের ওই ঘটনার জন্য সব দোষ নিজের ওপর নিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। শুভাশিসের কাছেই স্যরি বলছেন। একই সঙ্গে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অনুরোধ জানিয়েছেন, শুভাশিসকে নিয়ে যেন আর বাড়াবাড়ি করা না হয়।

ভিডিও বার্তার শুরুতেই চিটাগাং ভাইকিংসকে ধন্যবাদ জানান মাশরাফি। কারণ রংপুরকে হারিয়েছে চিটাগং। তিনি বলেন, ‘তবে যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে, ওই বিষয়টা নিয়ে (শুভাশিসের ঘটনা) বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অবশ্যই মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি এবং এখনও পেয়ে যাচ্ছি। তবে একই সময়ে কিন্তু শুভাশিসও জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন। তারও ভালবাসা প্রাপ্য।’

মাশরাফি মাঠের ঘটনা উল্লেখ করে বলেন, ‘মাঠে যেটা ঘটেছে, আমি প্রেস কনফারেন্সে বলে এসেছি, আমি দুঃখিত। হয়তো বা সিনিয়র হিসেবে আমার ওভাবে রিঅ্যাক্ট করা ঠিক হয়নি। কারণ, ঘটনার শুরুটা বলতেই পারেন আমার কাছ থেকে হয়েছে। সে হয়তো বা বলটা ধরে থ্রো করতে চেয়েছিল। কিন্তু আমি যদি ওভাবে রিঅ্যাকশনটা না দিতাম, তাহলে হয়তো বা ও চলে যেতো। এ কারণে আমার জায়গা থেকে আমি স্যরি বলেছি। আশাকরি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আমার মনে হয়, মাঠের জিনিসটা মাঠেই রাখা ভাল।’

শুভাশিসের সম্পর্কে মাশরাফি বলেন, ‘এই সময়ে কিন্তু সে বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান একজন পেসার। এমন নয় যে সে কোথাও থেকে ভেসে এসেছে এবং খেলছে। অনেক লড়াই করে, যুদ্ধ করে সেও বাংলাদেশের জন্য খেলছে। একই সময় কিন্তু আমিও খেলছি। একজন সাধারণ মানুষ হিসেবেও যদি আমি বলি যে, আমি যতটুকু সম্মান পাই, ততটুকু সম্মান তারও প্রাপ্য।’

মাঠের ঘটনা নিয়ে আবারও মাশরাফি বলেন, ‘আজকে যে ঘটনাটা ঘটেছে, অবশ্যই এমন অনেক ঘটনা মাঠে ঘটে থাকে। যেটা হয়তো বা আমরা স্বাভাবিকভাবেই নিয়ে থাকি। কেন আজকের বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারছি না, বুঝতে পারছি না। আগে থেকে বলতে চাচ্ছি যে, আমিই শুভাশিসের কাছে ক্ষমাপ্রার্থী। অবশ্যই সে আমার ছোট ভাই। ওকে আমার ওভাবে অবশ্যই বলা কিংবা শুরুটা করা উচিৎ হয়নি। তাহলে হয়তো বা ওরও মাথা ঠাণ্ডা থাকতো। কারণ, ওই সময় পরিস্থিতিটা দুই দলের পক্ষেই ছিল। খুব টেনশন। সুতরাং, আপনারা সবাই বুঝতে পারছেন, আমি কি বলতে চাচ্ছি।’

সবার কাছে অনুরোধ জানিয়ে মাশরাফি বলেন, ‘প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করি। এটা এখানেই শেষ করা উচিৎ। একই সময় সবাইকে আমি অনুরোধ করে বলবো, সেও বাংলাদেশের হয়ে খেলছে, আমিও খেলছি। আর ১০জনও খেলছে। মাঠের ভেতর যেটা হয়, সেটা আমরা বাইরে এসে ভুলে যাই। শুভাশিস অবশ্যই আমার সতীর্থ এবং পাশাপাশি আমার ছোটভাই। সুতরাং, এটা অবশ্যই আমরা মনে রাখবো না। এখন আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি না করলে, আমার মনে হয় জিনিসটা এখানেই শেষ হয়ে যায়।’

মাশরাফির একান্ত অনুরোধ, ‘সুতরাং প্লিজ, আপনাদের কাছে আমি হাতজোড় করে বলছি, জিনিসটা আর বেশি বাড়তে দিয়েন না। তাহলে সেটা শুভাশিস বা আমার কারও জন্য ভালো হবে না। আপনাদের কাছে আমার এটুকুই অনুরোধ। আবারও অভিনন্দন চিটাগাং ভাইকিংস এবং অভিনন্দন শুভাশিস তার দুর্দান্ত বোলিংয়ের জন্য। আর অবশ্যই অভিন্দন আরেকজনকে। যে কি না মাত্রই বিয়ে করে এসেছে। তাসকিন আহমেদ অভিনন্দন অসাধারণ একটি স্পেলের জন্য। আশাকরি তোমার বিবাহিত জীবন এবং খেলোয়াড়ি জীবন একসঙ্গে চলবে।’

ভিডিও লিন্কঃ

https://web.facebook.com/Official.Mashrafe/videos/1719753581424119/

Tags: