muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডিমলায় নামযজ্ঞ ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। “দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যান কামনায়” নীলফামারী জেলা ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া (বাবুপাড়া) গ্রামে সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দির কমিটির আয়োজনে ৩১তম অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ ও অষ্টকালী লীলা কীর্ত্তন গত ১৭ নভেম্বর হতে ১৯ শে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নীলফামারী, কিশোরগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, নওগাঁ, কুড়িগ্রাম ও ডিমলা কীর্ত্তনদল অংশগ্রহণ করেন।

এতে স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন , উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, মন্দির অঙ্গন পরিদর্শন করেন এবং মন্দির কমিটির সাথে মতবিনিময় করে সম্ভব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা যুবলীগের সভাপতি বাবুল শৈলেন চন্দ্র রায়, সদর আ’লীগের সম্পাদক বাবু মোহিত কুমার সিংহ রায়, মন্দির কমিটির সভাপতি বাবু উৎপল কুমার সিংহ রায়, মুকুল চন্দ্র রায় ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তালেব, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শম্ভু দত্ত মর্ল্লিক, প্রবীর কুমার মৈত্র কৃষ্ণ, সুকুমার, প্রনব, দিপক, মানিক, সুভাষ, স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন নন্দন কম্পিউটার সোর্চ-ডিমলা, নিউ জয়ন্ত্রী ষ্টীল এন্ড ট্র্যাংক হাউস, বিজয় গার্মেন্টস, জয় ডেকোরেটর, রিপন স্যানেটারী, সুপ্রিয় তুলা ঘর, মা জুয়েলার্স এন্ড স্কুল ইউনিফর্ম, হ্যানিম্যান হোমিও চিকিৎসালয়, বাঁধন অটো, সজীব জুয়েলার্স, শান্ত টেইলার্স এন্ড তুলা ঘর, সেবা ফার্মেসী, শ্রীমন্ত ষ্টোর, গোবিন্দ ষ্টোর, হরির হোটেল, শুভদ্বীপ সাইকেল ষ্টোর।

অনুষ্ঠানে ১০ টি ইউনিয়নের নর-নারী হিন্দু ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

Tags: