muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সরকারি প্রতিষ্ঠানে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য

ডেস্ক রিপোর্ট ।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক জানিয়েছেন, বর্তমানে দেশে সরকারি কার্যালয়, মন্ত্রণালয়, অধিদপ্তরগুলোতে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে।

সোমবার বিকেলে দশম সংসদের ১৮তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মোরশেদ আলমের (নোয়াখালী-২) প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

সংসদ অধিবেশনে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে উপস্থিত না থাকায় তার পক্ষে প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

প্রতিমন্ত্রী বলেন, শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কার্যালয়সমূহে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে অষ্টম, নবম এবং ১০-১২ গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩-২০ গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে ধারাবাহিকভাবে সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/বিভাগ স্ব স্ব নিয়োগবিধি অনুযায়ী উক্ত সৃজিত পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে।

Tags: