muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সুন্দরবনে ক্রসফায়ারে বনদস্যু গামা নিহত : ১১ জেলে উদ্ধার

খুলনা ।। সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে পড়ে বনদস্যু গামা নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন জিম্মি জেলে, দুটি নৌকা এবং ২টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিহত দস্যুর নাম পলাশ ওরফে গামা মন্ডল (৩৫)। সে দস্যু মুন্নাবাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কয়রা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, দস্যু মুন্নাবাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জন জেলেকে জিম্মি করে। এ খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তারা সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় অভিযান শুরু করেন। এ সময় দস্যুরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। একপর্যায়ে মুন্নাবাহিনী পিছু হটে। এ সময় ঘটনাস্থলে মুন্নাবাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পলাশ ওরফে গামাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১১ জন জিম্মি জেলে, দুটি নৌকা এবং ১টি শাটার গান, ১টি টুটুবোর রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া উভয়পক্ষের গোলাগুলিতে কয়রা থানার সেকেন্ড অফিসার এসআই রাজিউল আমিন এবং কনস্টেবল মো. লিটন ও হারিজ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Tags: