muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

আমার দেশ : খালেদ শেখ (মালয়েশিয়া)

সাহিত্য ও সংস্কৃতি।।

আমার দেশ : খালেদ শেখ (মালয়েশিয়া)

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
আমি যেখানে যাই,
দেখিনি কোথাও এমন চির সুবুজের দেশ।

হাজার মানুষের স্বপ্ন ঘেরা এই তো আমার দেশ।
লাখো শহিদের রক্তে রাঙানো যে আমার দেশ,
পল্লির রুপকথার যে আমার দেশ।
সোনার বাংলাদেশ।

যে দেশের মানুষ সকালে শুনতে পায়
ঘুমের মুয়াজ্জিনের সুমধুর আযানের সুর।
পাখির কলতান শিশির মিসন সবুজ
বিধাতার একই রুপ দিয়ে বানিয়েছে আমার দেশ।
যেখানে যাই নজর, আর আমি তাকিয়ে থাকি।
আর আমি শুধু মুগ্ধ আর মুগ্ধময় হয়ে যাই।

যে দেশে আছে হাজার মায়ের ভালবাসা
হাজারো শ্রমিকের বুকভরা স্বপ্ন
কাজি নজরুলের বিরহ কবিতা
পল্লি কবি জসিম উদ্দিনের রুপকথা আছে আমার দেশে।

আমি তো হারিয়ে যাই নদীর উত্তাল স্রোত দেখে,
উষ্ণ বাতাসের মাঝে বরশা আধারে পানি করে থই থই,
রাতের আধারে চাঁদের কিরন যেন আকাশে ভেসে বেড়ায়,
মেঘ গুলো যেন কোথায় হারিয়ে বেড়ায়।

রাখালের বাশির সুর বাজে আমার মনে
পল্লির আকা-বাকা পথে চির সবুজ ছেয়ে রয়েচে আমার
দেশে পাখির গানে গানে কবিতায় গায় গান
মনের ভাষায় শিল্পির ছন্দে তালে তালে গায় গান
মহা আনন্দে রুপ কারি বানিয়েছে আল্লাহর অপরুপময় ছোয়ায় সে।

আমার দেশ সোনার বাংলাদেশ
শীতের আধারে পল্লির গ্রাম গঞ্জে যেন এক পিঠা খাওয়ার ধুম পরে,
এক ময় দৃষ্টি আমি কোথাও আর দেখেনি
আমি ঘুরেছি অনেক দেশে আমি খুজে পাইনা আমার দেশের কথা,
সুধু আমার মন চায় বার বার যেন
আমি ফিরে যাই আমার সেই দেখা স্মৃতিতে।

আমার দেশ সোনার বাংলাদেশ
তিন নদীর মোহনায় রুপালি ইলিস
ভেসে বেড়ায় যে আমার দেশে,
সে আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ।

Tags: