muktijoddhar kantho logo l o a d i n g

অপরাধ

ছাতকে সামাদ নামের আরেক জঙ্গি কলকাতায় গ্রেফতার

আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ।। ছাতকে আরেক শীর্ষ জঙ্গিসহ ৩জনকে কলকাতা স্টেশনে গ্রেফতার করা হয়েছে। ২১নভেম্বর সেদেশের এসটিএফ সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। তারা আল-কায়দা জঙ্গি, ফাঁস সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বাংলাদেশের দু’জনের মধ্যে সুনামগঞ্জের ছাতকের দোলারবাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের মো. কলমদর আলীর পুত্র আব্দুস সামাদ ওরফে সামসেদ, রিয়াজুল ও মনোতোষ দে নামে উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক বাসিন্দা। এদের কাছ থেকে আল কায়দা সংক্রান্ত বই ও লিফলেট, বিস্ফোরক তৈরির বই, ল্যাপটপ, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্ধ করা হয়। আব্দুস সামাদ ওরফে সামসেদ ও রিয়াজুল এদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সদস্য বলে জানা গেছে। এবিটির সঙ্গে যোগ রয়েছে আল কায়দার। তার পিতা কলমদর আলী এব্যাপারে থানায় কোন জিডি করেননি দাবি করে বলেন, তার পুত্র গত দু’বছর থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়। দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া জানান, সামাদের সন্দেহজনক গতিবিধির বিষয়টি থানার সাবেক ওসি আশেক সুজা মামুনকে অবহিত করার পরও তিনি এব্যাপারে কোন উদ্যোগ নেননি।

Tags: