muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জের ভৈরবে দুই বোনকে মিথ্যা মামলার আসামি করে জেলে পাঠানোর অভিযোগ পুলিশের সেই উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদার বিরুদ্ধে পুলিশ বিভাগে বিভাগীয় মামলা হয়েছে। এর আগে এ ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য দুই বোনের মা মরিয়ম বেগম স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইজিপির কাছে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ হেডকোয়ার্টার থেকে বিষয়টি তদন্ত করা হয়। ঘটনার সত্যতা পেয়ে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী ১৮ সেপ্টেম্বর অভিযুক্ত এসআই নাজমুলের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে রির্পোট জমা দেন। রির্পোট জমা দেয়ার পর চলতি মাসে অভিযুক্ত এসআই নাজমুলের বিরুদ্ধে পুলিশ বিভাগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ভৈরব থানা এসআই নাজমুল হুদা একদল পুলিশ নিয়ে পৌরশহরের কমলপুর এলাকায় কাউছার নামে এক অপরাধীকে ধরতে গিয়ে তার বাড়িতে অভিযান চালায়। এসময় অপরাধীকে না পেয়ে ঘরে আসবাবপত্র ভাংচুর করা হয়। পুলিশের এমন আচরণের প্রতিবাদ করলে দুই বোন দশম শ্রেণি পড়ুয়া বন্যা ও  পান্নাকে বেধড়ক পেটানোর পর থানায় নিয়ে যান এসআই নাজমুল হুদা। থানায় নিয়েও নির্যাতনের পর তাদেরকে একটি হত্যার মামলার মিথ্যা আসামি করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। এই মামলায় দুবোন বন্যা ও পান্না ৩৪ দিন জেলে ছিল। পরে আদালত থেকে জামিন পেলেও এখন পর্যন্ত মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়নি।

Tags: