muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

১০ই ডিসেম্বর শুরু হচ্ছে ‘জাতীয় অনলাইন গণ মাধ্যম’র ২য় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ।। বাংলা ক্লিক ও অনলাইন মিডিয়া ফোরামের এর উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর রোজ রবিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবে শুরু হতে যাচ্ছে ২য় বারের মত “জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন – ২০১৭।

উল্লেখ্য যে গত ১০ ডিসেম্বর ২০১৬ ইংরেজি তারিখ শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলা ক্লিকের উদ্যোগে বাংলাদেশের প্রথম অনলাইন গণমাধ্যম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এবার ২য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন গণমাধ্যম সম্মেলন । অনলাইন গনমাধ্যম সংবাদপত্র জগতে বিশেষ স্হান দখল করে আছে। সংবাদ প্রচার ও প্রকাশের ক্ষেত্রে অনলাইন গনমাধ্যম সর্বাগ্রে রয়েছে। বর্তমান সরকারের সময় উপযোগী সিদ্ধান্তের কারনে এর ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু অনলাইন গনমাধ্যমের সমস্যার অন্ত নাই। আশা করি এ সন্মেলনের মাধ্যমে সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় উঠে আসবে উপকৃত হবে বাংলাদেশ ও সাংবাদিকতা।
সম্মেলনে সারাদেশের গুরুত্বপূর্ণ অনলাইন মিডিয়ার সম্পাদক /প্রকাশকগন ও সাংবাদিকগণ অংশগ্রহন করবেন।
সম্মেলনে অনলাইন মিডিয়ার প্রতিনিধি হিসাবে বাংলা ক্লিক ও অনলাইন মিডিয়া ফোরামের পক্ষ থেকে সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।

Tags: