muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গাইবান্ধায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে জেলার নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ-উদ্বোধন করা হয়েছে।
সারাদেশের ন্যায় গাইবান্ধায় শুক্রবার সকালে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম জেলার বিশিষ্ট ৭ ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড তুলে দিয়ে এর উদ্বোধন করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা জেলাসহ ২৭ জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদৎ হোসেন।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রবীন রাজনৈতিক বাংলাদেশ আওয়ামী লীগ জেলা সভাপতি এ্যাড. সৈয়দ শামস্-উল আলম হীরু’র হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের মধ্যদিয়ে জেলায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাসক গৌতম চন্দ্র পাল।
এসময় জেলা প্রশাসক বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের মধ্যদিয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে আরো একধাপ এগিয়ে গেল গাইবান্ধা জেলা। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার নাগরিকদের মধ্যে স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

Tags: