muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

এম নজরুল ইসলাম, বগুড়া ।। ‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস বগুড়ায় পালিত হয়েছে। শনিবার বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে শহরের সাতমাথায় দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বার গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে টিআইবির আয়োজনে শহীদ খোকন পার্কে দুর্নীতি বিরোধী নাটক ও কার্টুন প্রদর্শন করা হয়।

বিকালে বগুড়া সার্কিট হাউজে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সচিব আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোকবুল হোসেন, বগুড়া পৌর মেয়র এ্যাড একেএম মাহবুবর রহমান, জেলা প্রতিরোধ কমিটির সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, দুদকের পিপি আবুল কালাম আজাদ প্রমুখ।

এদিকে, কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন- কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান আনিছ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকছুদুর রহমান মাসুদ, সহ সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ. আফরোজ আলী খান অপেল, সদস্য সচিব বীর মুক্তিযোদ্বা মোজাম্মেল হক, কাহালু পৌর কাউন্সিলর রশিদা আক্তার বাবলী, আছমা বেগম, কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু (ভিডিএমএস) এর নির্বাহী পরিচালক শাহ আলম (জুয়েল), কাহালু মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমূখ।

অন্যদিকে, শেরপুর উপজেলা ভূমি অফিস দুর্নীতিমুক্ত ঘোষণা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. লিটন সরকার। দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ১৩টি সরকারি দফতরকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন তিনি। দফতরগুলোর মধ্যে রয়েছে- উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মৎস্য সম্প্রসারণ অধিদফতর, নির্বাচন কর্মকর্তার কার্যালয়, হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ, মহিলা বিষয়ক অধিদফতর, রিসোর্স সেন্টার ও উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. গোলাম ফারুক, সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহজামাল সিরাজী বক্তব্য রাখেন।

অপরদিকে, গাবতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন। আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, পুষ্টিবিদ মফিজুল ইসলাম প্রমূখ।

এছাড়াও শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো।

এদিকে, দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব গাজিউর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু উপস্থিত ছিলেন।

সোনাতলা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদুল বারী খাঁন রব্বানী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক,সাধারণ সম্পাদক আজিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন সরদার।

এবং নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বক্তব্য রাখেন, ওসি তদন্ত প নন্দ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, জান্নাতুল ফেরদৌস লিপি, প্রকল্প বাস্তবায়ন অফিসার নায়েব আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন কুমার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লুৎফুন নেছা, সাধারন সম্পাদক প্রভাষক মোজাহার আলীসহ অনেকেই।

Tags: