muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সিরাজগঞ্জে জমজমাট গরম কাপড়ের কেনাবেচা

ছানোয়ার হোসেন, সিরাজগঞ্জ।।  প্রকৃতির পালা বদলে চলে এসেছে শীত। হালকা হিমেল হাওয়ায় আভাস মিলেছে শীতের আগমনী বার্তার। কুয়াশা আর শিশিরে ভেজা প্রকৃতির সকাল যেন হলুদ খামের নিমন্ত্রণে শীত এখন দুয়ারে কড়া নাড়ছে।সলঙ্গা বাজার ফুটপাত দখল করে শীতবস্ত্র নিয়ে বসেছেন হকাররা। সলঙ্গা বাজারে বড় বড় বিপণী বিতানের চেয়ে ফুটপাতগুলোতে ক্রেতাদের ভিড় কিছুটা বেশি। এর প্রধান কারণ স্বল্পমূল্য সব বয়সী নারী-পুরুষের পছন্দের শীতের পোশাক পাওয়ায় যায় বলে।

ফুটপাতে শীতের পোশাক কিনতে আসা আব্দুল রহিম জানান, যদিও এখনও এখানে শীত তেমনটা অনুভূত হচ্ছে না। তবুও শীতের শুরুতে কেনাকাটা শুরু করে দিয়েছি। ফুটপাতে অনেক সময় স্বল্প মূল্যে ভালো মানের কাপড় পাওয়া যায়। তাছাড়া কানটুপি, পা ও হাতের মোজাসহ নানা ধরনের রুচিশীল ও পছন্দের শীতের পোশাক পাওয়া যায়।

শীতের কাপড় বিক্রেতা আলিম জানান, শীতের কাপড়ের ব্যবসা অনেক বছর ধরে করি। পুরোপুরি শীত না পড়লেও বেচাবিক্রি ভালোই হচ্ছে।

এদিকে বড় বড় বিপণী বিতানগুলোতে পোশাকের পাশাপাশি কম্বল, ভারী চাদর, কাঁথা বিক্রিরও ধুম পড়েছে। আবার অনেকেই লেপ-তোষক তৈরি করতে ছুটছেন দোকানে। তবে অনেকেই বলছে আগের তুলনায় এবার লেপ-তোষক তৈরিতে লাগছে অতিরিক্ত টাকা।

Tags: