muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে মহান বিজয় দিবস পালিত

মন্তোষ চক্রবর্তী, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ ।। যথাযোগ্য মর্যাদার সাথে অষ্টগ্রামে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের জন্য সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। এইসব কর্মসূচির মধ্যেছিল সকালে সরকারি, আধা -সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উওোলন, বিজয় র্যালী সহ শহীদ শাহাবুদ্দিন স্মৃতি ফলক ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় অতিথি ও আলোচকদের মধ্যে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আপ্তাব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মোন্নাফ, থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্লা, সদর ইউপির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহামেদ, পৃর্ব অষ্টগ্রাম ইউপির চেয়ারম্যান কাছেদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল বাহার ভুইয়া, প্রবীণ শিক্ষক আলফাজ উদ্দিন আহামেদ প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জীবন ময় শীল।

 

Tags: