muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ‘যুব গেমস’ বাস্তবায়নের লক্ষে সংবাদ সম্মেলন

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে যুব গেমস বাস্তবায়নের লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস। এতে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ,বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কামরুন্নাহার হিরুসহ খেলোয়াড়, ক্রীড়ামোদীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা।

জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ জানান, দলীয়ভাবে ফুটবল, বাস্কেটবল, হকিতে সেরা দল এবং ব্যক্তিগত ইভেন্টে অ্যাথলেটিকস, সাঁতার, মুষ্টিযুদ্ধ ও ভারোত্তলনের জন্য সেরা খেলোয়াড় বাছাই করা হবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের জন্য ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার ভেন্যুতে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে।

Tags: