muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

মাছ ধরতে : নূরুচ্ছালাম গালিব

সাহিত্য ও সংস্কৃতি ।।

মাছ ধরতে : নূরুচ্ছালাম গালিব

টিপ টিপ বৃষ্টিতে পানি নাচে থৈ থৈ
পানির উপর ভেসে উঠে শিং পুটি লাটি কৈ
জেলেরে যায় খেলা দেখতে ঐ সে বিলেতে
যেখানে সব পাড়া পরশী যায় যে মাছ ধরিত।

ছোট খোকা বরশী ফেলে সাথে পারা পরশী
বোকা মাছে গিলে ফেলে খোকার ঐ বরশী
একটানে সে খোলে ফেলে মাছটি হাতে ধরে,
আস্তে করে মাছটি নিয়ে রাখে তার ঝুড়িতে।

ছিপকে ফাকি দিয়ে বোয়াল পারেনা নড়তে
আয় তোরা যায় মোরা সেখানে মাছ ধরতে।

Tags: