muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

দিনাজপুরের বীরগঞ্জে কোচিং থেকে অপহৃত শিক্ষার্থী ৭ দিনেও উদ্ধার হয়নি

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের বীরগঞ্জে কোচিং থেকে অপহৃত রূকাইয়া আক্তার রূপা নামের এক শিক্ষার্থী ৭ দিন নিখোজ থাকার পরেও উদ্ধার হয়নি।

অপহৃত শিক্ষার্থী বীরগঞ্জ উপজেলার শতগ্রামের বাসিন্দা রূস্তম আলীর কন্য ও  শতগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী।
রূপার পরিবারের সাথে কথা বলে জানা যায়,নন্দাইগাঁও এলাকার জুয়েল উসলামের ছেলে গুলজার রহমান নন্দাইগাঁও মাদ্রাসার ১০ শ্রেনীর ছাত্র।
গুলজার ও রূপা একই কোচিংয়ে কোচিং করতো সেই সুবাদে তাদের পরিচয়। গুলজার রূপাকে বিয়ের প্রস্তাব দিলে রূপা তা প্রত্যাখ্যান করে ।
কিন্তু গুলজার তবুও তার পিছু ছাড়েনি বিভিন্ন ভাবে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।
গত ১৩ ডিসেম্বর রূপা কোচিং থেকে ফেরার পথে গুলজার ও তার সহপাঠিরা তাকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী খেরাজ,বুলু সহ অনেকে বিয়টি দেখতে পেলেও দ্রুত ঘটনাটি ঘটে কযাওয়ায় তারা কিছু করতে পারে নি।
এ ঘটনায় রূপার বাবা বাদী হয়ে ৫ জনের নামে একটি থানায় অপহরন মামলা করে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান রূপাকে উদ্ধিার ও অপরাদীদের ধরার জোর তৎপরতা চলছে।

Tags: