মন্তোষ চক্রবর্তী, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ ।। ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা কাজী আব্দুল বারীর ২৫ তম জন্ম ও মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়েছে।
২১ শে ডিসেম্বর মরহুম জননেতার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে অষ্টগ্রামে ছাত্র, জনতা, রাজনীতিবীদ বিভিন্ন সংগঠন ও পেশাজীবী মিলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরন করেন।
এসব কর্মসূচীর মধ্যে ছিল, সকালে মৌন মিছিল সহকারে অষ্টগ্রাম সদর বাজার সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও ফাতেহা পাঠ। পরে জননেতা সমাধীর পাশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আপ্তাবের সভাপতিত্বে জননেতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা।
আলোচকদের মধ্যে ছিল, মরহুম জননেতা কাজী বারীর সহযাত্রী ও অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী, রোটারি ডিগ্রি কলেজের শিক্ষক নবেন্দু সাহা জয়, জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুক ভুইয়া ও নুরুল ইসলাম মেম্ববার প্রমুখ।
এছাড়াও মরহুম জননেতার পারিবারিক ভাবে সহধর্মিণী রাশেদা বারী ও পুত্র কাজী কল্লোল বারী এবং রফিকুল আওয়াল বিপুল এর উদ্যোগে বিকালে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Comments are closed.