muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

বেড়েছে সোনার দাম

অর্থনীতি ।। আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির পর দেশের বাজারেও বাড়ল সোনার দাম। আগামীকাল সোমবার নতুন দর কার্যকর হবে।

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে। এতে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪৯ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেটের সোনা ৪৭ হাজার ১২৩ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৪১ হাজার ৮৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতিতে সোনার ভরিপ্রতি দাম ২৫ হাজার ৬৬১ টাকা।

এদিকে রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা, ১৮ ক্যারেট ৪০ হাজার ৪৭৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি ২৪ হাজার ৭৮৬ টাকায় বিক্রি হয়।

Tags: